তিমবুকতু: যে সিনেমা না দেখলেই নয়


Reading Time: 2 minutes

তিমবুকতু আফ্রিকার মালির একটি শহর। কাঠ ও মাটির তৈরি স্বতন্ত্র স্থাপত্যের জন্য তিমবুকতু বিশ্বজুড়ে সমাদৃত। ত্রয়োদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত ইসলাম শিক্ষার কেন্দ্রভূমি ছিল তিমবুকতু ও এর আশেপাশের অঞ্চল। মালির ইসলামপন্থি জঙ্গি দল আনসার দ্বীন ২০১২ সালে কয়েক মাসের জন্য তিমবুকতু দখল করে রেখেছিল। ওই সময় তারা প্রাচীন সমাধিমন্দির ও সংরক্ষিত প্রাচীন হস্তলিপি ধ্বংস করে দেয়। পাণ্ডুলিপিগুলোতে প্রাচীন ইতিহাস থেকে জ্যোতির্বিদ্যা সবকিছুই লিপিবদ্ধ ছিল। সমাধি মন্দিরগুলো ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’র অন্তর্ভূক্ত ছিল।

Timbuktu_poster

জঙ্গিরা যখন শহরটি দখল করে নেয় তখন পরিবেশটা কেমন ছিল? শহরবাসীদের মধ্যে প্রতিক্রিয়াই কেমন ছিলো? জঙ্গিরা আদেশ জারি করে যে মেয়েদের হাতও ঢাকা থাকতে হবে, ফুটবল খেলা নিষিদ্ধ, গান নিষিদ্ধ, ছেলে–মেয়েদের মধ্যে দেখা সাক্ষাতও নিষিদ্ধ।

সিনেমার দুটি দৃশ্য আমার মনে থাকবে আজীবন। একটি হচ্ছে–ফুটবল তো নিষিদ্ধ, কিন্তু ছেলেরা কি করবে তাহলে? পুরো দুই মিনিটের ফুটবল খেলার একটা দৃশ্য আছে। খেলা হচ্ছে, গোলপোস্ট আছে, গোলও হচ্ছে–কিন্তু কেবল নেই ফুটবলটি।

Timbuktu 5

মিছেমিছি ফুটবল খেলার সেই দৃশ্য

আরেকটি হচ্ছে–গান নিষিদ্ধ। কিন্তু রাতে গোপনে একটি মেয়ে গান গাইছে, সঙ্গে আর তিনজন। কি অপূর্ব সেই গান। কিন্তু শেষ করতে পারে না সেই গান।

9ba85bd2-1771-4db1-b849-a7c06cf1c964-1020x612

গান গাওয়ার শাম্তি

বন্ধুরা মিলে গান গাইছে

পুরো গানটা এরকম–

THIS IS MY LAND

This is Timbuktu,

my home land,

Where the children are mourning from gloom,

This is my land, Timbuktu

The land of love,

The land of warmth,

The land of dignity,

Here is my Nation… Why are we crying?

Why are the children crying?

Why are the young crying?

Cause of unfairness,

Cause of violence,

Fearing the future…

Here is my home

Stop crying

Cause no matter what,

Timbuktu will remain

পুরো গানটা শুনবেন?

পুরো সিনেমা জুড়ে একটা ঘটনাও আছে। কিদানে ঠিক শহরের বাইরে থাকে, স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে। কিদানের সাতটি গরু আছে। একদিন একটা গরু দলছুট হয়ে নদীতে মাছধরা জালের মধ্যে ঢুকে যায়। জালের মালিক মেরে ফেলে গরুটাকে। কিদানে প্রতিবাদ করতে আসলে হাতাহাতি হয়, এসময় গুলিতে মারা যায় সেই জেলে। জঙ্গিরা ধরে নিয়ে আসে কিদানকে।

ফ্রান্স আর মৌরতানিয়ার যৌথ উদ্যোগের সিনেমা তিমবুকতু। একুম শতকের সেরা ছবির তালিকায় এরইমধ্যে ঢুকে গেছে। অনেকগুলো পুরস্কারও পেয়েছে। এই সময়ে এসে এই সিনেমা আসলেই না দেখলেই নয়।

Timbuktu 6

Loading

রেটিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *