Reading Time: 3 minutes ১. একজন নেতা তার ভক্ত অনুসারীদের সামনে বক্তৃতা দিতে উঠেছেন। তিনি শুরু করলেন, ‘আমি আজও সেই দিনের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হই, সেই দিনটি ফিরে পেতে ক্ষণে ক্ষণে কামনা করি, যখন আমি একজন নারীর কাছে নিজেকে সমর্পণ করে সুখের আশ্রয় লাভ করেছিলাম। তবে সেই নারী আমার স্ত্রী ছিল না……’। বক্তা কিছুক্ষণ নীরব হলেন। শ্রোতারা …